সম্প্রতি কম্বোডিয়ায় এভিয়েন ইনফ্লুয়েন্জা দ্রুত ছড়িয়ে পড়েছে। এভিয়েন ইনফ্লুয়েন্জা আক্রান্ত হয়ে একটি বালিকা মৃত্যবরণ করেছে। যা বিশ্বসাস্থ সংস্থা হু (WHO) নিশ্চিত করেছে এবং এভিয়েন ইনফ্লুয়েন্জা যাতে পৃথিবীব্যাপী দ্রুত ছড়িয়ে পড়তে না পারে তার জন্য ঐ দেশের সরকারকে নির্দেশনা প্রদান করেছে। ভারতেও বর্তমানে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়ছে। এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বিষয়ে এখনই সকলকে সচেতন হতে হবে। 

এভিয়েন ইনফ্লুয়েন্জা
এভিয়েন ইনফ্লুয়েন্জা 

 এভিয়েন ইনফ্লুয়েন্জা কি

বার্ডফুলুর সাথে আমরা অনেকেই পরিচিত। বার্ডফ্লু এভিয়েন ইনফ্লুয়েন্জা নামে পরিচিত। এভিয়েন ইনফ্লুয়েন্জা হচ্ছে  একটি ফ্লু ধরনের রোগ। এভিয়েন ইনফ্লুয়েন্জা বা বার্ডফুলু রোগটি সাধারণত পাখিদের মাধ্যমে ছড়ায় । পাখির মাধমে ছড়ানোর কারণে বার্ডফুলু দ্রুত ছড়ায়। এটি এভিয়েন ইনফ্লুয়েন্জা ধরনের হওয়ায় পাখির মাধ্যমে মানুষের মধ্যেও সংক্রামক ঘটায়।

এভিয়েন ইনফ্লুয়েন্জা আক্রান্তের লক্ষণ

ক। এভিয়েন ইনফ্লুয়েন্জা বা বার্ডফুলুতে আক্রান্ত হলে প্রাথমিকভাবে জ্বর, মাথা ব্যাথা, ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা, বমি এবং পেট খারাপ, এবং মাংসপেশীতে ব্যথা দেখা দেয়। 

খ। অনেক সময় ফুসফুস আক্রান্ত হয়ে প্রচন্ড নিউমনিয়া, কাশি এবং প্রচন্ড শ্বাস কস্ট দেখা দেয় এতে মানুষ মৃত্যবরণ ও করতে পারে।

এভিয়েন ইনফ্লুয়েন্জা কিভাবে ছড়ায়

ক। এভিয়েন ইনফ্লুয়েঞ্জা একটি ছোয়াচে রোগ যা আক্রান্ত পাখির সংস্পর্শে অন্য ব্যক্তি বা পাখির মধ্যে এভিয়েন ইনফ্লুয়েন্জা বা বার্ডফ্লু ছড়ায়।

খ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে অন্য ব্যক্তি বা পাখির মধ্যে এভিয়েন ইনফ্লুয়েন্জা বা বার্ডফ্লু ছড়ায়।

গ। আক্রান্ত পাখির ডিমের সংস্পর্শে এলেও এ  রোগে আক্রান্ত হতে পারে।

এভিয়েন ইনফ্লুয়েন্জা কিভাবে সনাক্ত করা যায়

 এভিয়েন ইনফ্লুয়েন্জা বা বার্ডফুলুতে আক্রান্ত হলে প্রাথমিকভাবে জ্বর, মাথা ব্যাথা, ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা, বমি এবং পেট খারাপ, এবং মাংসপেশীতে ব্যথা দেখা দেয়। এই ধরণগুলো দেখা দিলে এভিয়েন ইনফ্লুয়েন্জা বা বার্ড ফ্লু হয়েছে কিনা তা সনাক্ত করার জন্য রক্ত পরীক্ষার মাধমে রক্তে এ্যান্টিবডি পিসিআর দেখে এভিয়েন ইনফ্লুয়েন্জা বা বার্ড ফ্লু সনাক্ত করা হয়। 

এভিয়েন ইনফ্লুয়েন্জা বা বার্ডফ্লু কিভাবে প্রতিরোধ করা যায়

ক। যেকোন ফ্লু প্রতিরোধ করার প্রাথমিক কর্তব্য হচ্ছে পরিস্কার পরিচ্ছন্ন থাকা।

খ। করোনা প্রতিরোধের জন্য যেমন মানুষ মাস্ক পড়েছে তেমনিভাবে এভিয়েন ইনফ্লুয়েন্জা বা বার্ডফ্লু প্রতিরোধের জন্য মাস্ক পরিধান করতে হবে।

গ। খাওয়ার আগে হাত ও মুখ ভালোভাবে ধৌত করতে হবে।

ঘ। মাংস ও ডিম ভালো করে সেদ্ধ করে খেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *