কানাডার 95% এরও বেশি মানুষ অভিবাসি। কানাডা উন্নত দেশ হওয়া উন্নয়নশীল দেশের অধিকাংশ শিক্ষিত লোকের স্বপ্ন থাকে কানাডা যাওয়ার। তাই তাদের সকলেরই প্রশ্ন থাকে যে কানাডার ভিসা পাওয়ার উপায় কি? তাদের জন্য উত্তর হচ্ছে আপনি যে কাজের সন্ধানে বা পড়াশোনার জন্য কানাডায় যেতে চান, তাদের কর্ম ভিসা বা স্টাডি ভিসার জন্য আবেদন করতে হবে। কানাডার ভিসার আবেদনের প্রায় সব প্রক্রিয়াই এখন অনলাইনে সম্পন্ন করতে পারবেন। অনলাইনে আবেদন শেষ করার পর হাই কমিশন বা কনস্যুলেটে গিয়ে আপনাকে ছবি ও আঙ্গুলের ছাপের বায়োমেট্রিক্স দিতে হবে।
কানাডা কি ধরণের ভিসা দেয়
অনেক লোকের প্রশ্ন কানাডা কি কি ধরণের ভিসা দেয়? কানাডা সরকারের বিভিন্ন ধরণের ভিসা প্রদান প্রচলন রয়েছে। নিম্নে কানাডার ভিসার ধরণ উল্লেখ করা হলো। যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন আপনার কোন ধরণের ভিসা প্রয়োজনঃ
ক। ভ্রমণ ভিসা
খ। শিক্ষার্থী ভিসা
গ। কর্ম ভিসা
ঘ। স্থায়ী বসবাসের ভিসা।
কানাডার ভিসা যেভাবে পাওয়া যায়
কানাডার ভ্রমণ ভিসা
কানাডার ভ্রমন ভিসা এর জন্য কানাডা সরকারের ওয়েবসাইট থেকে অবশ্যই একটি ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সংগ্রহ করতে হবে। যা অনলাইনের মাধ্যমে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পেতে পারেন। কানাডা ভ্রমনের যাওয়ার জন্য কানাডার সরকারের এই ওয়েবসাই হতে বিস্তারিত জানতে পারবেন। কানাডার ভ্রমন ভিসা পাওয়ার জন্য নিম্নেবর্ণিত যোগ্যতা থাকতে হবে-
ক। ভ্রমন শেষে কানাডা থেকে দেশে ফিরে আসবেন তার নিশ্চয়তা
খ। ভ্রমন খরচ বহন করার সামর্থ।
গ। কানাডা ভ্রমন ভিসার জন্য দরখাস্ত করুন এই ওয়েবসাইট হতে
কানাডার লিবার ভিসা ২০২৪
কানাডা একটি উন্নত দেশ। এখানে কাজের জন্য প্রচুর লোকের প্রয়োজন। কানাডার লিবার ভিসা ২০২৪ এর জন্য এখনি আপনি ট্রাই করতে পারেন কারণ আগামী তিন বছরের কানাডা সরকার ১২ লক্ষ কাজের লোক নিবে। লিবার ভিসা/কাজের ভিসার জন্য যা করতে হবে-
ক। অনলাইনে কানাডায় কাজের সন্ধান করুন। যদি ভাগ্যবান হন তো পেয়ে যেতে পারেন কাজের নিয়োগকর্তা অনলাইনের মাধ্যমে। নিয়োগকর্তাই কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট এর ব্যবস্থা করবেন। কাজের ভিসার জন্য এই লিংকে দেখুন
শিক্ষার্থী ভিসা
বাংলাদেশ/ভারতের অনেকের প্রশ্ন যে শিক্ষার্থী ভিসা কিভাবে পাওয়া যায়? শিক্ষার্থী ভিসার জন্য প্রথমে অনলাইনের মাধ্যমেই জানতে হবে যে কানাডার কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান বহির দেশের শিক্ষার্থী পড়ার সুযোগ দিয়ে থাকে। কানাডার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বহির দেশের শিক্ষার্থীরদের পড়ার সুযোগ দেয় তার জন্য এই ওয়েবসাইটে দেখুন।
কিভাবে কানাডা বসবাসের ভিসা পাওয়া যায়
বাংলাদেশ/ভারত তথা উপমহাদেশের শিক্ষিত ধনী লোকদের আশা থাকে উন্নত বিশ্বের দেশে বসবাসের। যারা জানতে চান যে কিভাবে কানাডা বসবাসের ভিসা পাওয়া যায় তাদের জন্যই এই লেখা। কানাডা সরকার দক্ষ জনশক্তির জন্য কানাডা স্থায়ী বসবাসের অনুমতি দিয়ে থাকে। কানাডা সরকার স্থীয়ী বসবাসের জন্য মূলত তার দক্ষতা, শিক্ষাগতযোগ্যতা এগুলো যাচাই করে থাকে। কিভাবে কানাডা বসবাসের ভিসা পাওয়া যায় তার জন্য এই লিংকে দেখুন।
কানাডা ভিসা আবেদন ফরম
কানাডার ভিসা পাওয়ার উপায় জানার জন্য এবং আমরা আগেই জেনেছি কানাডার সরকার চারটি শ্রেণীতে ভিসা দিয়ে থাকে। কানাডা ভিসা আবেদন ফরম এল লিংক হতে হতে পাবেন।
কানাডা যাওয়ার আগে যা জানতে হবে
কানাডায় বসবাসকারী একজনের অভিজ্ঞতার কথা এটি- এই মুহূর্তে আমি মাসে বেতন পাচ্ছি মাসে ১০,৮৩৩ কানাডিয়ান( বাংগালী ইন্জনিয়ার দের মাত্র ১-২% এই বেতনে চাকুরী পায়) তবে কালকে চাকুরী থাকবে কিনা জানি না, ৩২% ট্যাক্স ও অন্যান্য কর্তন বাদে (কয়েক মাস ৪০% কর্তন করবে)বাংলাদেশী ৬লক্ষ টাকা মাসে পাই, ২.৫০ লক্ষ টাকা বাসা, অন্যান্য বিল, ২টা গাড়ী মেরামত, তেল ও ইন্সুরেন্স মোবাইল ইন্টারনেট, খাবার খরচ ও অন্যান্য খরচ বাদে মাসে ৫০ হাজার টাকা সন্চয় করা যায়, চাকুরীটা চলে গেলে যদি ৬ মাস বেকার থাকি বুঝেন আমার কি হবে, যেহেতু বউ চাকুরী করে না আমার দ্বিতীয় ইনকাম নেই
দীর্ঘদিন চাকুরী করলে এবং পরে চাকুরী না থাকলে ৬/৭ মাস Employment Insurance পাওয়া যায় তা মাসে ২ লক্ষ টাকা, তারমানে বাসা ভাড়াই হবে না, এই জায়গায় আসতেও অনেক পডাশুনা ও অনেক লাইসেন্স নিতে হয়েছে, এখনও প্রত্যেকদিন কাজ শেষে ২/৩ ঘন্টা পডাশুনা করি নিজেকে উপযুক্ত রাখার জন্য, যার কারনে বউ বাচ্চাদের সময় দিতে পারি না, বাচ্চারা যে মানুষ হবে তার কোন নিশ্চয়তা নাই কারন নিজের চাকুরী ও পড়াশুনার জন্য বার বার জায়গা পরিবর্তন করাতে বাচ্চারা বন্ধুহীন হয়ে গেছে। একটার বয়স ২২ অন্যটার ১৫ এখনই বলে জীবনে বিয়ে শাদী করবে না । বিয়ে শাদী করলেও বাচ্চা নিবে কিনা সন্দেহ আছে, আবার কোন কারনে বাচ্চা নিলে সে বাচ্চা নিজের কালচারে না থাকার সম্ভবনা ৯০% ।বাংলাদেশে মোটামুটি চলতে পারে তাদের আমি এদেশে আসতে বারণ করব, আমার জায়গা পর্যন্ত পৌছার কষ্টটা অনেকে নিতে পারবে না
আরও পড়তে পারেন
a business owner, or a tech enthusiast, Savastan.ru is your go-to resource for expert insights, reviews, and tips to navigate the dynamic landscape of hosting solutions.
you are in reality a good webmaster The website loading velocity is amazing It sort of feels that youre doing any distinctive trick Also The contents are masterwork you have done a fantastic job in this topic
what is cialis good for
what is cialis good for