আন্তর্জাতিক ক্রিকেটে সর্ব শেষ ডাবল সেঞ্চুরী করেন শুভমান গিল। ক্রিকেটে ডাবল সেঞ্চুরী অনেক আছে। শুভমান গিলের ডাবল সেঞ্চুরীর উপর ভর করে ভারত করেছে ৩৮৯ রান।  নিউজলিল্যান্ড পাকিস্তান সফর শেষে ভারতে এসেই রানের পাহাড়ে চাপা পড়েছে । ১৮ তারিখে  ভারত এবং নিউজিল্যান্ডে এর মধ্যকার ১ দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত হায়দ্রাবাদে প্রথম ব্যাট করে শুভমান গিলের রেকর্ড ব্যাটিং এ ভর করে ৩৪৯ রান করে ।

গিল ১৪৯ বলে ২০৮ রান করেন

শুভমান গিল কত বলে ডাবল সেঞ্চুরী  করেন

এদিকে শুভমান গিল ১৪৯ বলে ১৯টি চার এবং নয়টি ছক্কার সাহায্যে ২০৮ রান করে ক্রিকেটের রেকর্ড ডাবল সেঞ্চুরির খাতায় নাম লেখান।  শুভমান গিল এই ২০৮ রান করার জন্য প্রথম পঞ্চাশ করেন ৫২ টি বল খেলে পরবর্তী পঞ্চাশ করেন মাত্র পয়ত্রিশটি বল  পরবর্তী পঞ্চাশ ও করেন মাত্র পয়ত্রিশটি বল খেলে  ১৫০ রান হতে ২০০তে পৌছাতে খেলেন মাত্র ২৩ টি বল।

কতজন খেলোয়ার ডাবল সেঞ্চুরী  করেছেন

ভারতের শুভমান গিলের ১৮ জানুয়ারি ২০২৩ তারিখের ডাবল সেঞ্চুরী সেঞ্চুরীসহ আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটে  ডাবল সেঞ্চুরী করেছেন  আর মাত্র ০8 জন ক্রিকেটের। এই আটজন ক্রিকেটারের পাশে শুভমান গিল ও তার নাম লেখালেন।

কোন কোন খেলোয়াড় ডাবল সেঞ্চুরী করেছেন

শুভমান গিলের আগের সাত জন ডাবল সেঞ্চুরিয়ান হচ্ছেন – ঈশান কিষান বাংলাদেশের বিপক্ষে ২০২২ সালে চট্টগ্রামে ২১০ রান করেন, ইফতেখার জামান জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৮ সালে করেন ২১০ রান, রহিত শর্মা ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ২০৮ রান, নিউজিল্যান্ড এর মার্টিন গাপটিল ২০৫ সালে ওয়েস্টিন্ডিজের বিরুদ্ধে করেন ২৩৭ রান, ক্রিকেটের আরেক বরপুত্র গ্রিস গেইল জিম্বাবুয়ের বিপক্ষে  ২০১৫ সালে করেন ২০১৫ রান, ভারতের রহিত শর্মা ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৫ রান, রহিত শর্মা ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রান করেন, ভারতের আরেক খেলোয়ার বীরেন্দ্র শেবাগ ২০১১ সালে ওয়েস্টিন্ডিজের বিরুদ্ধে করেন ২০১৯ রান এবং ক্রিকেটের আরেক বরপুত্র সচিনতেনডুলকার দক্ষিন আফিক্রার বিরুদ্ধে ২০১০ সালে করেন ২০০ রান।

১দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কোন খেলোয়াড় সর্বাধিক ডাবল সেঞ্চুরি করেছেন

১দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতের রহিত শর্মা সর্বাধিক তিনবার  ডাবল সেঞ্চুরীর কৃতিত্ত্ব করেছেন।

১দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কোন খেলোয়াড় ১ টি ম্যাচে সর্বাধিক রান করেছেন

১দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতের রহিত শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ সালে  ১ টি ম্যাচে সর্বাধিক ২৬৫  রান করেছেন

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ডাবল সেঞ্চুরীর তালিকা

Shubman Gill, 208 – vs New Zealand, 2023

Ishan Kishan, 210 – vs Bangladesh, 2022

Fakhar Zaman, 210* – vs Zimbabwe, 2018

Rohit Sharma, 208* – vs Sri Lanka, 2017

Martin Guptill, 237* – vs West Indies, 2015

Chris Gayle, 215 – vs Zimbabwe, 2015

Rohit Sharma, 265 – vs Sri Lanka, 2014

Rohit Sharma, 209 – vs Australia, 2013

Virender Sehwag, 219 – vs West Indies, 2011

Sachin Tendulkar, 200* – vs South Africa, 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *