
ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ০৯টি ব্যাংক/ ০২ টি আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক নিয়োগ ২০২৫ সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ব্যাংক নিয়োগ ২০২৫ সাল ভিত্তিক “ সিনিয়র অফিসার-সাধারণ ‘ এর ১৫৫৪টি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে ব্যাংক নিয়োগ ২০২৫ ( bank job circular-2025 এর মাধ্যমে অনলাইনে এ দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক নিয়োগ ২০২৫ সার্কুলার এর বিস্তারিত বিবরণ
১। | পদের নাম “সিনিয়র অফিসার (সাধারণ)’- জব আইডি- 10২০৪ (আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে)।
পদ সংখ্যা
মোট পদ সংখ্যা ১৫৫৪টি (সোনালী ব্যাংক পিএলসি ৪২২টি, অগ্রণী ব্যাংক পিএলসি ৪০০টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ২৪২টি, রাজশাহী কৃষি উনড়বয়ন ব্যাংক ১৯০টি, আনসার ভিডিপি উনড়বয়ন ব্যাংক ১৮৯টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ২৬টি, কর্মসংস্থান ব্যাংক ২৪টি, বেসিক ব্যাংক পিএলসি ২০টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ৭টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ১৯টি ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ১৫টি)
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০———৫৩০৬০ ক্ষেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা ।
শিক্ষাগত যোগ্যতা
ক) স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী যোগ্যতা (স্লাতক/স্লাতক সম্মান) ডিথ্রী থাকতে হবে ।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেউ/সমমান এবং ত পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যুনতম ০২(দুই) টিতে প্রথম
বিভাগ/ শ্রেণী থাকতে হবে । গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযোজ্য হবে।
গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না ।
ঘ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে শিম/শা৪১১/৫-১অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণী
নিম্নরুপভাবে নির্ধারিত হবেঃ
(১) এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে [ জিপিএ ৩.০০ বা তূর্য [ প্রথম বিভাগ, ] [ জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম: দ্বিতীয় বিভাগ।
(২) অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে- অর্জিত সিজিপিএ সমতুল্য শ্রেণীবিভাগ
বয়স
(জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২/০৯/২০২২ তারিখের স্মারক নং- ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ মোতাবেক ২৫/০৩/২০২০ তারিখে) :
ক) মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
খ) মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
৭। আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় : ৩০/০১/২০২৫ তারিখ, রাত ১১.৫৯ টা।
আবেদন পত্র সংগ্রহ এবং ফি প্রদানের সময় ০৫/২/২০২৪
Verify payment এবং Tracking page সংগ্রহের শেষ তারিখ ও সময় : ০৫/০২/২০২৫ তারিখ, রাত ১১.৫৯ টা।
আবেদন ফি
অফেরতযোগ্য টাকা ২০০/-টাকা দুইশত মাত্র) | ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিন্যা্সিয়াল সার্ভিসেস “রকেট* এর মাধ্যমে [019810 19857001 পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
আবেদন পদ্ধতি
কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট eRecruitment Home (bb.org.bd) নির্ধারিত ছক পূরণের মাধ্যমে নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে । আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে eRecruitment Home (bb.org.bd) পাওয়া যাবে
প্রার্থীর বিবরণ:
প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী আবেদনে লিখতে হবে ।
প্রার্থীর বর্তমান ঠিকানা:
প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।
প্রার্থীর স্থায়ী ঠিকানা:
প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউঙ্গিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
ছবি এবং স্বাক্ষর
ইতপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীগণ বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন। তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে 600×600 pixel I file size 100 KB এর বেশী নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত) আপলোড করতে হবে । ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালো ছবি আপলোড করলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত স্থানে 300×80 pixel I file size 60 KB এর বেশী নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে।
অর্জিত ফলাফলের তারিখ:
পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ভি্ীর ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
ব্যাংক পছন্দক্রম:
আবেদনে প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দক্রম নির্ধারণ করতে হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণকে তাদের অর্জিত মেধাক্রম এবং আবেদনে উল্লিখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।
Application Fee Payment পদ্ধতি
আবেদন ফি পরিশোধের জন্য করতে https://erecruitment. bb.org.bd/ ওয়েবসাইটটি ভিজিট করতে হবে । ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস রকেট এর প্রিপেইড পেমন্ট পদ্ধতি ব্যবহার করে ফি পরিশোধ করতে হবে। প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে । ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID পাবেন। Transaction ID হতে Payment verify পেমেন্ট সম্পন্ন করতে হবে।
অনলাইন আবেদনে যে সকল বিষয়ে সতর্ক থাকতে হবে
Online আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পুরণ করতে হবে । আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি তথ্য যাচাই সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। অসম্পূর্ন/ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের জন্য
প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। প্রার্থীদেরকে প্রাথমিক নির্বাচনী, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদেরকে Online আবেদনের সময় কোনোরূপ কাগজপত্র প্রেরণ করতে হবে না । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনদ/প্ত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে । Online আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ান্তে কোনো গুরুতর ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। তাছাড়া, মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতিকালে কোনো প্রকার ক্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভূক্ত করা হবে না।
চাকুরীরত প্রার্থীগণকে আবেদনের নিয়ম
তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পর্বানুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদশর্ন করতে হবে ।
নিয়োগের ক্ষেত্রে কোটা
কোটা সংক্রান্ত সরকারী সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
অন্যান্য
সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানসমূহ তাদের নিজস্ব বিধিবিধান অনুসরণপবৃর্ক চূড়ান্ত নিয়োগ প্রদান করবে ।
বিশেষ দ্রষ্টব্য:
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও Payment Verify সম্পন্ন Tracking Page সম্পন্ন করতঃ হার্ডকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। ভুল Payment Verify বা ভুল জব আইডি ব্যবহারপূবর্ক ফি জমা দিলে বা সিভি আইডি পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।