সেনাবাহিনীর অফিসার হিসেবে ভর্তি হতে যে সকল বিষয় জানতে হবে

বাংলাদেশ সেনাবাহিনী দুইভাবে অফিসার হিসেবে নিয়োগ দিয়ে থাকে যথাঃ সরাসরি ক্যাপ্টেন পদবীতে এবং তিন বছরের লং কোর্সের মাধ্যমে লেফট্যন্যান্ট পদবীতে কমিশন অফিসার হিসেবে

সেনা অফিসার হিসেবে ভর্তি হতে যে যোগ্যতা লাগবে

1।     বয়স 17 হতে 21 এবং যে সকল সৈনিক সেনাবাহিনীতে চাকুরীরত আছে তাদের জন্য 18 হতে 22 বছর এর মধ্যে।

2।     জন্ম সুত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

3।     অবিবাহিত হতে (তালাক প্রাপ্ত হলে হবে না)।

4।     এসএসসি এবং এইচএসসিতে যেকোন একটি জিপিএ-5 এবং অন্যটি জিপিএ 4.5 হলে আবেদন করা যাবে।

সেনাবাহিনীর অফিসার হিসেবে ভর্তি হতে যে সকল বিষয় জানতে হবে
Army Arms

শারিরীক যোগ্যতা

পুরুষ

১।     উচ্চতা কমপক্ষে 1.63 মিটার/ 5 ফুট 4 ইঞ্চি

2।     ওজন কমপক্ষে 50 কেজি/ 110 পাউন্ড

3।     বুকের মাপ 30 ইঞ্চি এবং স্ফিত অবস্থায় 32 ইঞ্চি কমপক্ষে

শারিরীক যোগ্যতা

মহিলা

ক।    উচ্চতা কমপক্ষে 1.60 মিটার/ 5 ফুট ২ ইঞ্চি

খ।    ওজন 47 কেজি / 104 পাউন্ড গ।    বুকের মাপ 28 ইঞ্চি স্ফিত অবস্থায় 30 ইঞ্চি

গ। বুকের মাপ ২৮ ইঞ্চি এবং স্ফিত অবস্থায় ৩০ ইঞ্চি

সেনাবাহিনীর অফিসার হিসেবে ভর্তি হতে যে সকল বিষয় জানতে হবে-সরাসরি সর্ট সার্ভিস কমিশন

সেনাবাহিনীর কিছু কোরে সরাসরি সর্ট সার্ভিস কমিশনে অফিসার ভর্তি করা হয় সেগুলো হচ্ছে আর্মি মেডিক্যাল কোর, আর্মি ডেন্টাল কোর, আর্মি ইডুকেশন কোর, ইঞ্জিনিয়ার্স কোর, সিগন্যাল কোর, ইএমই কোরে অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক ডিগ্রিধারী ব্যক্তি 06 মাসের বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে ক্যাপ্টেন পদবীতে সরাসরি কমিশন দেয়া হয়ে থাকে।

সেনাবাহিনীর অফিসার হিসেবে ভর্তি হতে যে সকল বিষয় জানতে হবে

আর্মি মেডিক্যাল কোর

আর্মি মেডিক্যাল কোর বাংলাদেশে চিকিৎসা সেবায় একটি বৃহত্তম  সেনাবাহিনীর প্রতিষ্ঠান । সর্ট সার্ভিস কমিশন প্রাপ্ত অফিসার ডাক্তারগণ দেশের আপামর জনসাধারণ ও সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকদের যুদ্ধ ও শান্তিকালীন সময়ে চিকিৎসার সেবার বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে।

সেনাবাহিনীর অফিসার হিসেবে ভর্তি হতে যে সকল বিষয় জানতে হবে-আর্মি ডেন্টাল কোর

আর্মি ডেন্টাল কোর বাংলাদেশে চিকিৎসা সেবায় একটি বৃহত্তম  সেনাবাহিনীর প্রতিষ্ঠান । সর্ট সার্ভিস কমিশন প্রাপ্ত অফিসার ডাক্তারগণ সেনাবাহিনীর অফিসার ও সৈনিকদের যুদ্ধ ও শান্তিকালীন সময়ে চিকিৎসার সেবার বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে।

সেনাবাহিনীর অফিসার হিসেবে ভর্তি হতে যে সকল বিষয় জানতে হবে-আর্মি ইঞ্জিনিয়ার্স কোর

সেনাবাহিনীর  ভিতরে ও দেশের ভিতরে সরকারের নির্দেশনায় রাস্তা, ঘাট নির্মাণ এবং  জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সফলতার সাথে নির্মাণের দায়িত্ব পালন করে থাকে

সেনাবাহিনীর অফিসার হিসেবে ভর্তি হতে যে সকল বিষয় জানতে হবে

সেনাবাহিনীর অফিসার হিসেবে ভর্তি হতে যে সকল বিষয় জানতে হবে- আর্মি সিগন্যাল কোর

সেনাবাহিনীর আকাশ যোগাযোগ ব্যাবস্থার দায়িত্ব পালন করে থাকে

সেনাবাহিনীর অফিসার হিসেবে ভর্তি হতে যে সকল বিষয় জানতে হবে

আর্মি ইএমই কোর

সেনাবাহিনীর নিজস্ব যানবাহন, অস্ত্রসরঞ্জাম মেরামত ও উদ্ধার কার্যক্রমের দায়িত্ব পালন করে থাকে।

সেনাবাহিনীর অফিসার হিসেবে ভর্তি হতে যে সকল বিষয় জানতে হবে -আর্মি ইডুকেশন কোর

আর্মি ইডুকেশন কোর সেনাবাহিনীর শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে।

এ বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন

2 Comments

  1. […] শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও  Payment Verify সম্পন্ন Tracking Page  সম্পন্ন করতঃ হার্ডকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। ভুল Payment Verify বা ভুল জব আইডি ব্যবহারপূবর্ক ফি জমা দিলে বা সিভি আইডি পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *