জেন জি বা জেন জেড বা জেনারেশন জি কারা অথবা অর্থ কি ? বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।এর সকল উত্তর হচ্ছে সাধারণত যাদের জন্মকাল ১৯৯৭ হতে ২০১২ এদের কে জেন জি বা জেন জেড বা জেনারেশন জি বলে। এদেরকে ইংরেজিতে Gen z, i Generation, Gen Tech, Gen Wii, Homeland Generation, Net Gen, Digital Natives, Plurals এবং Zoomers নামেও ডাকা হয়। কারণ, এই প্রজন্ম বড় হয়েছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সাথে। 

জি

জেন জি বা জেন জেড বা জেনারেশন জি কারা / জেন জি অর্থ কি

জেনারেশন কি

জেনারেশন বা প্রজন্ম এর “গড় সময়কাল, সাধারণত ২০-⁠৩০ বছর হিসাবে বিবেচিত হয়। যে সময়ে শিশুরা জন্ম নেয় এবং বড় হয়, প্রাপ্তবয়স্ক হয় এবং সন্তান ধারণ করা শুরু করে।” আত্মীয়তায় , প্রজন্ম হল একটি কাঠামোগত শব্দ, যা পিতামাতা-সন্তানের সম্পর্ককে চিহ্নিত করে।

জেন জি বা জেনারেশন জেড’র বা জেনারেশন জি এর বৈশিষ্ট্য  

জেনারেশন জেড বা জেনারেশন জি জের্স (Gen Z) ২০০৭-২০০৯ সালের মহামন্দা এবং কোভিড-১৯ মহামারী দ্বারা একটি নতুন ছাঁচ পেয়েছে। তারা আইফোনের যুগে বড় হয়েছে। আর আইফোন আত্মপ্রকাশ করেছিল ২০০৭ সালে। এই জেনারেশন বিশেষভাবে সামাজিক যোগাযোগ ও প্রযুক্তির ব্যবহারে দক্ষ। জেন জি’র সদস্যদের অধিকাংশই স্মার্টফোনের আগের জীবন মনে করতে পারেন না। এরা স্ট্রিমিং কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রবেশযোগ্যতার সময় বড় হয়েছে। তারা যেভাবে ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে তার পূর্ববর্তী প্রজন্ম তা করে না 

জেনারেশন আলফা

জেন জি এর পরবর্তী জেনারেশন হচ্ছে জেনারেশন আলফা।  এদের জন্মকাল আনুমানিক ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ০ থেকে ১২ বছর। এঁদের মা-বাবারা আবার জেনারেশন ওয়াই বা সহস্রাব্দ প্রজন্মের সদস্য। এই প্রজন্ম এখনো শিশু এবং এদের আচরণগত বৈশিষ্ট্য ও পরিসংখ্যান এখনো সর্বব্যাপী প্রকাশিত নয়, কাজেই বলা যাচ্ছে না যে এই সময়কাল শেষ হবে কত সালে। যদিও আলফা প্রজন্মের শেষ সময় এখনো নির্ধারিত হয়নি।

বিভিন্ন জেনারেশন

গ্রেটেস্ট জেনারেশন বা মহত্তম প্রজন্ম

এঁদের জন্মকাল আনুমানিক ১৯০১ থেকে ১৯২৭ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স অবশ্যই ৯৫ বছরের বেশি।

সাইলেন্ট জেনারেশন বা নীরব প্রজন্ম

এঁদের জন্মকাল আনুমানিক ১৯২৮ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স ৭৯ থেকে ৯৪ বছর।

বেবি বুমার্স জেনারেশন

এঁদের জন্মকাল আনুমানিক ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স ৬০ থেকে ৭৮ বছর।

জেনারেশন এক্স

এঁদের জন্মকাল আনুমানিক ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স ৪৪ থেকে ৫৯ বছর।

জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস বা সহস্রাব্দ প্রজন্ম: 

এঁদের জন্মকাল আনুমানিক ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। এবং এঁদের বর্তমান বয়স ২৮ থেকে ৪৩ বছর। এই প্রজন্মেরই যাঁদের জন্ম আবার ১৯৯০ সালের ভেতরে অর্থাৎ যাঁরা পুরো নব্বই দশকে তাঁদের শৈশব-কৈশোর পার করেছেন, তাদের বলা হয় নাইন্টিজ কিডস। এঁদের মা-বাবারা বেশির ভাগই বুমার্স ও জেনারেশন এক্সের সদস্য।

ইংরেজিতে বিভিন্ন জেনারেশনের নামসমূহ

GenerationsBornCurrent Ages
Gen A, Gen Alpha2012-0-12
Gen Z1997-201212-27
Millennials1981-199628-43
Gen X1965-198044-59
Boomers II (a/k/a Generation Jones)*1955 – 196460-69
Boomers I*1946 – 195470-78
Post Wa1928-194579-96
WWII1922-192797-102
বিভিন্ন জেনারেশন

আরও পড়তে পারেন

জরুরী হট লাইন নাম্বার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *