ইতালির কাজের ভিসা যা লাভোরো অটোনোমো (আত্মকর্মসংস্থান) Nulla Osta নামে পরিচিত। যারা ইতালির কাজের ভিসা বা লাভোরো অটোনোমো (আত্মকর্মসংস্থান)-এর জন্য Nulla Osta আবেদন করতে চান তাদের জন্যই এবং অন্যান্য ভিসা নিয়ে নিম্নে আলোচনা করা হলো। ইতালির কাজের ভিসা দুই প্রকার যথাঃ
ক। সিজনাল ভিসা
সিজনাল ভিসার মেয়াদ-সর্বোচ্চ ০৯ (নয়) মাস। সিজনাল ভিসার সংখ্যা-৪২,০০০টি। এগুলো দেয়া হবে ইউরোপীয় ইউনিয়ন (EU)বহির্ভূত ৩১ (একত্রিশ)টি দেশ থেকে।
খ। নন সিজনাল ভিসা
নন-সিজনাল ভিসার মেয়াদ-সর্বোচ্চ ০২ (দুই) বছর তবে তা পরবর্তীতে বৃদ্ধি করা যেতে পারে। নন-সিজনাল ভিসার সংখ্যা-২৭,৭০০টি। এগুলোও দেয়া হবে EU-র বাইরের ৩১ (একত্রিশ)টি দেশ থেকে। বিশেষ দ্রষ্টব্যঃ ফ্লুসি ডিক্রির আওতায় নিয়োগ প্রক্রিয়া ইতালিয় নিয়োগকারী এবং আগ্রহী কর্মীর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে দূতাবাসের কোন ভূমিকা নেই।
ইতালির কাজের ভিসার জন্য কে আবেদন করতে পারবেন
ইতালির কাজের ভিসা এর জন্য কে আবেদন করতে পারবেন বাংলাদেশে বসবাসকারী সাধারণ পাসপোর্টধারীরা ইতালি, মাল্টা এবং স্লোভাকিয়া থেকে ব্যবসায়িক মিটিং এবং প্রশিক্ষণে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন এমন আবেদনকারীগন। শুধুমাত্র ইতালিতে বসবাসরত নিয়োগকারী/মালিক তাঁর জন্য নির্ধারিত SPID (Public Digital Identity System) ইমেইল থেকে যাকে তিনি নিয়োগ করতে চান তার নাম, পাসপোর্ট ও অন্যান্য তথ্য উল্লেখ করে ইতালির স্থানীয় Prefettura (স্থানীয় প্রশাসনিক অফিস)-তে ছাড়পত্রের (Nulla Osta) জন্য আবেদন করতে পারবেন।
ইতালির কাজের ভিসার খরচ
ইতালির কাজের ভিসার খরচ জন্য নিয়োগকারী/মালিকের ব্যয় ১৬ (ষোল) ইউরো যা বাংলাদেশি টাকায় ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকার বেশী নয়। তবে আবেদন দাখিলের জন্য ইতালির কোন হেল্প ডেস্ক এর সহায়তা নিলে তার জন্য সার্ভিস চার্জ বাবদ একটি ফি পরিশোধ করতে হতে পারে যা ক্ষেত্র বিশেষে ৫০-১০০ (পঞ্চাশ থেকে একশত) ইউরো হতে পারে। আবেদনের জন্য এছাড়া আর কোন খরচ নেই। কিন্তু দালাল ধরে ইতালির ভিসার নিতে চাইলে কত টাকা লাগবে তার ইয়াত্তা নেই।
ইতালির কাজের ভিসা কিভাবে পাওয়া যাবে
অনেকেই প্রশ্ন করেন যে, ইতালির কাজের ভিসা কিভাবে পাওয়া যাবে। ইতালির ভিসা নিয়োগকারী/মালিকের আয় ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করে যোগ্য বিবেচিত হলে যে ব্যক্তির জন্য আবেদন করা হয়েছে Prefettura হতে তার নামে Nulla Osta ইস্যু করা হবে। এই Nulla Osta টি বাংলাদেশে ঐ ব্যক্তির নিকট প্রেরণ করা হবে। যার নামে Nulla Osta ইস্যু হয়েছেতিনি এই Nulla Osta নিয়ে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করবেন। ভিসা নিয়ে ইতালিতে এসে নিয়োগকারী/মালিকের সাথে যোগাযোগ করে Prefettura-তে গিয়ে কাজের চুক্তি সম্পাদন করবেন এবং Permesso di Soggiorno (ওয়ার্ক পারমিট) এর জন্য আবেদন করবেন। কাজের চুক্তি না করলে এবং সোজর্ণ না পেলে শুরু থেকেই ঐ ব্যক্তি অবৈধ হিসেবে বিবেচিত হবেন।
পর্যটন/ভিজিটর ভিসা
পর্যটন (ভিজিটর) ভিসা সে সকল আবেদনকারীদের জন্য যারা দর্শনীয় স্থান দেখতে যেতে চান বা বন্ধু/আত্মীয়/পরিবারের সদস্যদের সাথে দেখা করতে চান এবং ইতালি, মাল্টা এবং স্লোভাকিয়াতে সম্মেলনের উদ্দেশ্যে ভ্রমন করতে চান।
কে আবেদন করতে পারবেন
বাংলাদেশে বসবাসরত সাধারণ পাসপোর্টধারীরা, যারা ইতালি, মাল্টা এবং স্লোভাকিয়া ভ্রমণের ইচ্ছা পোষন করেন।
সরকারী পাসপোর্ট ধারক বা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী যারা ব্যক্তিগত ভ্রমণ করবেন এবং যাদের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে নোট ভারবাল জারি করা হয় না।
বিজনেস ভিসা
এই প্রক্রিয়াটি এমন আবেদনকারীদের জন্য যারা ব্যবসায়িক অংশীদার কোম্পানির সাথে ব্যবসায়িক ভ্রমণের জন্য এবং ইতালি, মাল্টা এবং স্লোভাকিয়াতে যেকোনো প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান।
কে আবেদন করতে পারবেন?
বাংলাদেশে বসবাসকারী সাধারণ পাসপোর্টধারীরা ইতালি, মাল্টা এবং স্লোভাকিয়া থেকে ব্যবসায়িক মিটিং এবং প্রশিক্ষণে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন এমন আবেদনকারীগন।
ফ্যামিলি রি-ইউনিয়ন ভিসা
পরিবারের সদস্যদের মধ্যে পত্নী, স্বামী, ১৮ বছরের কম বয়সী সন্তান এবং পিতা-মাতা/শ্বশুর-শাশুড়ি বৈধ বসবাসের অনুমতি নিয়ে ইতালিতে থাকা পরিবারের সদস্যদের সাথে পুনরায় মিলিত হতে চান, তাদের জন্য এই ভিসা প্রক্রিয়া প্রযোজ্য। এই ভিসার জন্য আবেদনের অনুমোদন হিসাবে আবেদনকারীদের স্ব স্ব নুল্লা ওস্তা একটি বাধ্যতামূলক ডকুমেন্ট।
কে আবেদন করতে পারবেন?
সাধারণ পাসপোর্টধারীরা বাংলাদেশে থাকেন এবং ইতালিতে পরিবারের সাথে পুনরায় মিলিত হতে চান তারা আবেদন করতে পারবেন।
EU/EEA নাগরিক পরিবারের সদস্য
EU/EEA নাগরিকের পরিবারের সদস্য যারা তাদের পরিবারের সদস্যের সাথে দেখা করতে চান বা ইতালিতে তাদের সাথে পুনরায় মিলিত হতে ইচ্ছুক।
কে আবেদন করতে পারবেন?
নাবিক(সি মেন)
ইতালীয় বা গ্রীক বন্দরে বিদেশী পতাকাবাহী জাহাজে এবং শুধুমাত্র ইতালীয় বন্দরে ইতালীয় পতাকাবাহী জাহাজে সমুদ্রযাত্রীর জন্য ইতালি এবং গ্রীস ভ্রমণ করতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য প্রযোজ্য। ভিসার ধরন D এবং C উভয়ই প্রযোজ্য যা প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকায় উল্লিখিত উদ্দেশ্য এবং পোর্টের উপর ভিত্তি করে করা হবে।
কে আবেদন করতে পারবে?
ইতালীয় বা গ্রীক বন্দরে বিদেশী পতাকাবাহী জাহাজে এবং শুধুমাত্র ইতালীয় বন্দরে ইতালীয় পতাকাবাহী জাহাজে সমুদ্রযাত্রীর জন্য ইতালি এবং গ্রীস ভ্রমণ করতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য প্রযোজ্য।
রি-এন্ট্রি ভিসা
রি এন্ট্রি হল এক ধরনের ভিসা যা এমন আবেদনকারীদের জন্য প্রযোজ্য যারা ইতালিতে বসবাস করছিলেন এবং বর্তমানে বিভিন্ন কারনে ইতালিতে বসবাসের/প্রবেশের অনুমতি হারিয়েছেন/মিস করেছেন এবং বসবাসের জন্য আবার ইতালিতে প্রবেশ করতে ইচ্ছুক।
কারা যোগ্য?
যে আবেদনকারী বৈধভাবে দীর্ঘমেয়াদী থাকার অনুমতি(Soggirno) নিয়ে ইতালিতে বসবাস করছিলেন এবং এখন ১২ মাসেরও বেশি সময় ধরে ইতালির বাইরে আছেন এবং (Carta D Identita)ধারক ৬ মাসের বেশী সময় ধরে ইতালির বাইরে আছেন তারা পুনরায় ইতালিতে প্রবেশের এই ভিসায় আবেদন করতে পারেন।
দ্রষ্টব্যঃ
ভিসা আবেদনপত্র সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণরূপে পূরণ না হলে রি এন্ট্রি ভিসা আবেদনপত্র গ্রহণ করা হবে না। বিশেষভাবে গুরুত্বপূর্ণ, ধারা নং ২৯,৩১ এবং ৩২ অবশ্যই সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
স্পোর্টস ভিসা
এই ক্যাটাগরির আবেদনকারী খেলাধুলার জন্য ইতালিতে যেতে ইচ্ছুক। স্পোর্টস ভিসার জন্য আবেদন করার জন্য কনি (CONI) থেকে আমন্ত্রণ পত্র একটি আবশ্যিক ডকুমেন্ট।
দক্ষ কর্মী এবং তিরোচিনিও
যে আবেদনকারী ইতালিতে প্রশিক্ষণের উদ্দেশ্যে, বেতন, মেয়াদ এবং ব্যক্তিগত তথ্য উল্লেখ করে ইতালি থেকে বৈধ তিরোচিনিও কাগজপত্র সহ জমা করবেন।
কে আবেদন করতে পারবেন?
সাধারণ পাসপোর্টধারীরা যারা ইতালিতে প্রফেশনাল কোর্স করতে ইচ্ছুক এবং প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।
অধ্যয়ন (স্টাডি)
ইন্টার্নশিপ, তিরোচিনিও, ইউনিভার্সিটি প্রাক-এনরোলমেন্ট, একক কোর্স, স্টুডেন্ট এক্সচেঞ্জ এবং পোস্ট-গ্রাজুয়েশনের জন্য অধ্যয়নের উদ্দেশ্যে আবেদন করতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য এটি প্রযোজ্য। বিভিন্ন প্রকার অধ্যয়নের ধরনের জন্য ভীন্ন ভীন্ন চেকলিস্ট দেয়া আছে যা অধ্যয়নের ধরন সংজ্ঞায়িত করে উল্লেখ করা আছে।
কে আবেদন করতে পারবেন?
সাধারণ পাসপোর্টধারী, বাংলাদেশে অবস্থান করেন এবং ইতালিতে পড়াশোনা করতে ইচ্ছুক যাদের কাছে ইতালির শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৈধ অফার লেটার আছে তারা স্টাডি ভিসার জন্য আবেদন করতে পারেন।
ধর্মীয় অনুষ্ঠান
ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ভ্রমন।
কে আবেদন করতে পারবেন?
ইতালিতে ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের জন্য ভ্রমণ করতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য প্রযোজ্য।
ইতালির ভিসা ওয়েবসাইট এর জন্য এখানে ক্লিক করুন
