ইদানিং সবার মুখে মুখে প্রশ্ন Gen z বলা হয় কেন Gen z বা জেন জেড বা জেনারেশন জি কারা অথবা Gen z বলা হয় কেন এই প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে Gen z নিয়ে। এর সকল উত্তর হচ্ছে সাধারণত যাদের জন্মকাল ১৯৯৭ হতে ২০১২ এদের কে Gen z জেন জি বা জেন জেড বা জেনারেশন জি বলে। এদেরকে ইংরেজিতে Gen z, i Generation, Gen Tech, Gen Wii, Homeland Generation, Net Gen, Digital Natives, Plurals এবং Zoomers নামেও ডাকা হয়। কারণ, এই প্রজন্ম বড় হয়েছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সাথে। Gen z বলা হয় কেন তার উত্তর পেলেন তো?

Gen z বলা হয় কেন? Gen z এর ছবি
জেনারেশন কি
জেনারেশন বা প্রজন্ম এর “গড় সময়কাল, সাধারণত ২০-৩০ বছর হিসাবে বিবেচিত হয়। যে সময়ে শিশুরা জন্ম নেয় এবং বড় হয়, প্রাপ্তবয়স্ক হয় এবং সন্তান ধারণ করা শুরু করে।” আত্মীয়তায় , প্রজন্ম হল একটি কাঠামোগত শব্দ, যা পিতামাতা-সন্তানের সম্পর্ককে চিহ্নিত করে।
Gen z এর বৈশিষ্ট্য কি
Gen z এর বৈশিষ্ট্য কি এই প্রশ্ন অনেকেই জানতে চায় তাদের জন্যই বলছি Gen z বা জেনারেশন জি (Gen Z) ২০০৭-২০০৯ সালের মহামন্দা এবং কোভিড-১৯ মহামারী দ্বারা একটি নতুন ছাঁচ পেয়েছে। তারা আইফোনের যুগে বড় হয়েছে। আর আইফোন আত্মপ্রকাশ করেছিল ২০০৭ সালে। এই জেনারেশন বিশেষভাবে সামাজিক যোগাযোগ ও প্রযুক্তির ব্যবহারে দক্ষ। Gen z বা জেন জি’র সদস্যদের অধিকাংশই স্মার্টফোনের আগের জীবন মনে করতে পারেন না। এরা স্ট্রিমিং কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রবেশযোগ্যতার সময় বড় হয়েছে। তারা যেভাবে ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে তার পূর্ববর্তী প্রজন্ম তা করে না । Gen z এর বৈশিষ্ট্য কি এর সংক্ষেপে উত্তর হচ্ছে সামাজিক যোগাযোগ ও প্রযুক্তির ব্যবহারে দক্ষতাই এদের প্রধান বৈশিষ্ট।
জেনারেশন আলফা কারা
Gen z বলা হয় কেন তার উত্তর তো ইতপূর্বে পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে Gen z এর পরবর্তী জেনারেশন কে বা কারা এবং জেনারেশন আলফা কারা তার উত্তর হচ্ছে যাদের জন্মকাল আনুমানিক ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ০ থেকে ১২ বছর। এঁদের মা-বাবারা আবার জেনারেশন ওয়াই বা সহস্রাব্দ প্রজন্মের সদস্য। এই প্রজন্ম এখনো শিশু এবং এদের আচরণগত বৈশিষ্ট্য ও পরিসংখ্যান এখনো সর্বব্যাপী প্রকাশিত নয়, কাজেই বলা যাচ্ছে না যে এই সময়কাল শেষ হবে কত সালে। যদিও আলফা প্রজন্মের শেষ সময় এখনো নির্ধারিত হয়নি।
বিভিন্ন জেনারেশন
গ্রেটেস্ট জেনারেশন বা মহত্তম প্রজন্ম
এঁদের জন্মকাল আনুমানিক ১৯০১ থেকে ১৯২৭ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স অবশ্যই ৯৫ বছরের বেশি।
সাইলেন্ট জেনারেশন বা নীরব প্রজন্ম
এঁদের জন্মকাল আনুমানিক ১৯২৮ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স ৭৯ থেকে ৯৪ বছর।
বেবি বুমার্স জেনারেশন
এঁদের জন্মকাল আনুমানিক ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স ৬০ থেকে ৭৮ বছর।
জেনারেশন এক্স
এঁদের জন্মকাল আনুমানিক ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স ৪৪ থেকে ৫৯ বছর।
জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস বা সহস্রাব্দ প্রজন্ম:
এঁদের জন্মকাল আনুমানিক ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। এবং এঁদের বর্তমান বয়স ২৮ থেকে ৪৩ বছর। এই প্রজন্মেরই যাঁদের জন্ম আবার ১৯৯০ সালের ভেতরে অর্থাৎ যাঁরা পুরো নব্বই দশকে তাঁদের শৈশব-কৈশোর পার করেছেন, তাদের বলা হয় নাইন্টিজ কিডস। এঁদের মা-বাবারা বেশির ভাগই বুমার্স ও জেনারেশন এক্সের সদস্য।
বিভিন্ন জেনারেশনের নাম
সময় ও কাল ভেদে এক এক প্রজন্মের মানুষের জ্ঞান ও জ্ঞানের বৈশিষ্টও ভিন্নতর হয় । এই জ্ঞানের ভিন্নতার উপর ভিত্তি করে বিভিন্ন জেনারেশনের নাম করণ করা হয়েছে। জেনারেশন WWII হতে বর্তমানে চলমান জেনারেশন আলফা পর্যন্ত মোট ০৮ টি জেনারেশন এ ভাগ করা হয়েছে। নিম্নে বিভিন্ন জেনারেশনের নাম ও তাদের জন্মকাল এবং বর্তমান বয়স উল্লেখ করা হলোঃ
Generations | Born | Current Ages |
Gen A, Gen Alpha | 2012- | 0-12 |
Gen Z | 1997-2012 | 12-27 |
Millennials | 1981-1996 | 28-43 |
Gen X | 1965-1980 | 44-59 |
Boomers II (a/k/a Generation Jones)* | 1955 – 1964 | 60-69 |
Boomers I* | 1946 – 1954 | 70-78 |
Post Wa | 1928-1945 | 79-96 |
WWII | 1922-1927 | 97-102 |
আরও পড়তে পারেন