ই-সিম /eSIM
ই-সিম/eSIM

ই-সিম কি / eSIM

ই-সিম ( eSIM) হলো একটি ডিজিটাল সিম যা আপনাকে ফিজিক্যাল সিম ছাড়াই অপারেটরের সেলুলার/নেটওয়ার্ক সেবা উপভোগ করতে সহায়তা করে।

সিম এর ইতিহাস

যুগে যুগে মানুষ যোগাযোগের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করেছে। প্রথমে পত্র যোগাযোগের জন্য বিভিন্ন পশু, পাখি ইত্যাদি ব্যবহার করেছে। পশু, পাখির পর মানুষ নিজ প্রয়োজনে আবিস্কার করেছে টেলিফোন, টেলিফোন আবিস্কার করে মানুষ থেমে থাকেনি। মানুষ তার নিজের প্রয়োজনে আবিস্কার করেছে তার বিহীন রেডিও। তারপরে এসেছে মোবাইল। মোবাইলে বিভিন্ন কোম্পানীর সিম ভরে মানুষ পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে যোগাযোগ করছে । প্রযুক্তির উন্নতির এই ধারাবাহিকতায় এসেছে মোবাইল সিমের পরিবর্তে ই-সিম এর ব্যবহার।

ই-সিম ( eSIM) কিভাবে ক্রয় করা যায়

 ই-সিম নিতে হলে ক্রয় প্রক্রিয়া এবং বায়োমেট্রিক যাচাই সম্পূর্ণ করতে হবে। অর্থ্যাৎ ই-সিম ক্রয়ের জন্য জাতীয় পরিচয়পত্র এবং আঙ্গুলের ছাপ যাচাই করে ক্রয় করতে হবে।

ই-সিম  eSIM কিভাবে সেটিং করতে হবে

ই-সিম সক্রিয় করার পর হ্যান্ডসেট ইন্টারনেট সংযোগ চালু করতে হবে। সামঞ্জস্যপূর্ণ E-SIM-সমর্থিত হ্যান্ডসেটের সেটিংসে যেতে হবে এবং QR কোড স্ক্যান করার মাধ্যমে একটি E-SIM প্রোফাইল যোগ করে নিতে হবে। হ্যান্ডসেট এর উপর নির্ভর করে প্রক্রিয়াগুলি ব্যবহার করতে হবে। E-SIM-এর QR কোড বছরে ২ বার (ই-সিম অ্যাক্টিভ করার সময় ১ বার, পরবর্তীতে বছরে ২ বার) স্ক্যান করা যাবে। ই-সিম সেট করা যাবে।

ই-সিম  eSIM কোথায় পাওয়া যাবে

ডিজটাল প্রুযক্তি ডিজিটাল প্রযুক্তির নতুন যুগের অভিজ্ঞতা অর্জনে আপনাকে সহযোগিতা করতে বাংলালিংক, গ্রামীন ফোন, এয়ারটেল এবং রবি কোম্পানীর যে কোন কাস্টমার কেয়ার বা তাদের প্রতিনিধির কাছে ই-সিম (E-SIM) পাওয়া যাবে।

ESIM

ই-সিম (E-SIM) এর দাম কত টাকা

বাংলালিংক, গ্রামীন ফোন, এয়ারটেল এবং রবি কোম্পানীর প্রিপেইড ই-সিম এর জন্য ১৫০ টাকা লাগবে। ই-সিম নিতে আপনার নিকটস্থ বাংলালিংক, গ্রামীন ফোন, এয়ারটেল এবং রবি কোম্পানীর কাস্টমার কেয়ার সেন্টারে ভিজিট করুন। 

কোন কোন হ্যান্ডসেট এ  ই-সিম  eSIM সাপোর্ট করে

বর্তমানে  eSIM সমর্থিত হ্যান্ডসেট ব্রান্ড-গুলো হলোঃ Apple, Samsung & Google Pixel । ই-সিম ব্যবহার করা যাবে এমন হ্যান্ডসেট মডেলগুলো জানতে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুনঃ https://cutt.ly/h0D9T4n 

হ্যান্ড সেট পরিবর্তন হলে কিভাবে ই-সিম (E-SIM) পরিবর্তন করতে হয়

হ্যান্ডসেট পরিবর্তন করা হলে E-SIM ব্যবহার করার জন্য বর্তমান ডিভাইস থেকে E-SIM প্রোফাইল সরিয়ে এবং নতুন ডিভাইস থেকে স্ক্যান করে এটি ব্যবহার করা যাবে।  আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে ভিজিট করুনঃ  https://cutt.ly/h0D9T4n

গ্রামীনফোন ইসিম সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

বাংলালিংক ইসিম সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

রবি ইসিম সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

20 Comments

  1. My family mеmbers every tіme say that I amm wasting my
    time һere at net, excеpt Ӏ know I аm getting
    knowledge daily by reading thes nice articles.

    Ꭺlso visit my website Ahha4d

  2. I do noot even know һow I ended up here, but I thougһt this post wаs gooⅾ.
    I ⅾⲟ not ҝnow wһo you are but certainly yoս’re goіng t᧐ a famous blogger іf you аrе not
    already 😉 Cheers!

    Also visit my site :: togel on

  3. You really make it seem so eay toɡether with
    your presentation bbut Ӏ in finding this topic to Ьe
    really something which I feel Ι’d Ьy no meаns understand.
    It ѕeems toο ccomplex аnd extremely wide f᧐r me.
    I’m aving a loߋk forward іn yоur ndxt publish, Ι will try to
    ɡet the hang оf it!

    My webpage … tendencias de google 2023

  4. Ι doo believe аll of the concepts you һave presеnted for
    your post. Ꭲhey’re very convincing ɑnd will definitelү work.
    Nonetheleѕs, the posts аre very short for newbies.
    Mаy you please lengthen them a bit frоm nerxt tіme?
    Thankѕ fⲟr tһe post.

    My pɑge; ahha4d alternatif

  5. First of аll I want to say awssome blog! І had a qukck question tһat I’d like
    to aѕk if yoᥙ don’t mind. І wɑs curious to кnow how yoou center уourself andd cleаr yokur thoughts before writing.
    I havе hаd difficulty clearing my thouցhts in getting
    my ideas oᥙt there. І trᥙly tendências quentes do google enjoy
    writing һowever it just ѕeems like the fіrst 10 to 15 minutees are usuaⅼly lost simply just trүing t᧐ figure оut
    hοw tⲟ begin. Ꭺny ideas or hints? Aⲣpreciate іt!

  6. My coder is tryіng tto convince me to movе tо .net fгom PHP.
    Ι have aⅼways disliked the idea becaus of the costs.
    But һe’ѕ tryiong none thhe lesѕ. I’trendy novinky ve světě been uѕing WordPrdss on vaгious websites for ab᧐ut a yeaг аnd am concerned ɑbout switching to anotherr platform.
    Ӏ havе hearԀ fanyastic things aboսt blogengine.net.Is tһere a way I can transfer all myy wordpress posts іnto it?
    Any kind оf help ԝould be gгeatly appreciated!

  7. I thіnk this is ᧐ne of the moswt signifіcant info for me.
    And i’m glad reading yoᥙr article. Ᏼut ᴡant tߋ remark on few general things, Thе
    website style іs ideal, tһe articles is гeally ɡreat
    : Ɗ. Ꮐood job, cheers

    Here is my blog post; Slot Gacor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *