প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে। যাদের ১০০/- মূল্যমানের প্রাইজ বন্ড আছে তারা মিলিয়ে দেখতে পারেন। প্রাইজবন্ড ক্ষুদ্র সঞ্চয়ের একটি বড় মাধ্যম। বছরে চারবার প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়। যথা-৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর। এটা ২০২৪ সালের শেষ প্রাইজ বন্ড ড্র।

১১৭ তম প্রাইজ বন্ডের ড্র

গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে ১০০/- (একশত) টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ১১৭ তম প্রাইজ বন্ডের ড্র এর ফলাফল, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগ ঢাকা-এর পরিচালক জনাব শরফ উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন প্রাইজ বন্ড ড্র অনুষ্ঠিত হয়। 

প্রথম পুরস্কার ১টি -৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা বিজয়ী নম্বর হচ্ছে-০৮০৬৯৬৪ এবং ২য় পুরস্কার ১টি ৩,২৫,০০০/- (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকা বিজয়ী নম্বর-০১৪৪৩৭০, ৩য় পুরস্কার ২টি প্রতিটি ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা বিজয়ী নম্বর যথা ০৩০৭৯৭৩ এবং ০৯২২৪৩২, ৪র্থ পুরস্কার ২টি প্রতিটি ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা বিজয়ী নম্বর যথা ০৫৭৮৩৬৬ এবং ০৯৮৯৬৭৬।

৫ম পুরস্কার প্রতিটি ১০০০০/- (দশ হাজার) টাকা বিজয়ী নম্বরগুলো হচ্ছে

00311150199085033428205441150790431
00416920212176033534905597130796090
00428360219476035427705803500851242
01513850222210035592205816340876946
01521500239043037290506131490885628
01548730279532037679406888380897793
01568320296704046363407383410987119
01844990305082048559507499360997206
প্রাইজবন্ড ড্র

ড্র এর নীতিমালা

একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০/- (একশত) টাকা মূল্যমানের ৮০ (আশি)টি সিরিজ যথা-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক এবং ঘখ এই ‘ড্র’-এর আওতাভুক্ত। উপর্যুক্ত সিরিজ সমূহের অন্তর্ভুক্ত ৪৬ (ছেচল্লিশ)টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলিয়া ঘোষিত হয় 

উপরেবর্ণিত সংখ্যার প্রাইজবন্ডগুলি সাধারণভাবে প্রত্যেক সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলিয়া বিবেচিত হয়। উদাহরণস্বরূপ: প্রাইজবন্ডের যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষিত হইয়াছে, সেই সংখ্যার প্রাইজবন্ড উল্লিখিত প্রতিটি সিরিজের প্রথম পুরস্কারের যোগ্য বলিয়া বিবেচিত হইবে। অনুরূপভাবে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তাহাদের মান অনুযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য।

কতদিনের মধ্যে পুরুস্কারের আবেদন করতে হবে

প্রাইজবন্ড কেনার দুই মাস পর থেকে ড্র শুরু হয়।  ড্র অনুষ্ঠানের পর দুই বছর পর্যন্ত বিজয়ীরা পুরস্কারের জন্য আবেদন করতে পারেন। নির্ধারিত সময়সীমা পূর্ণ হলে পুরস্কারের অর্থ দাবি না করা হলে, তা সরকারি কোষাগারে জমা করা হবে। অসচেতনতার কারণে প্রায় ৫০% বিজয়ী পুরস্কারের টাকা দাবি করতে ভুলে যান। তাই, যদি আপনার কাছে প্রাইজবন্ড থাকে ড্র অনুষ্ঠানের পর নিয়মিত ফলাফল চেক করুন।

১১৭ তম প্রাইজ বন্ডের ড্র
১১৭ তম প্রাইজ বন্ডের ড্র

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *